০০৭ সেকেন্ডে আ.লীগকে প্রতিহতের ঘোষণা সমন্বয়ক আবু বাকেরের
১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে কর্মসূচি দিয়েছে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ। সেই কর্মসূচিকে .০০৭ সেকেন্ডে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।

শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘কালকে ০.০০৭ সেকেন্ড লাগবে?’
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ একটি পোস্টে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের সকালে গুলিস্তান জিরো পয়েন্টে আসার দাওয়াত দিয়েছেন। লিখেছেন, ‘আপা দমনের উপলক্ষ তোদের ছাড়া জমবে না।’
এর আগে শনিবার পতিত আওয়ামী লীগ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে রবিবার নূর হোসেন দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করে। দলীয় নেতাকর্মীদের তারা গুলিস্তান জিরো পয়েন্টে আসার আহ্বান জানায়। দাবি করে, তাদের এই কর্মসূচি গণতন্ত্রের পক্ষে।
এর প্রেক্ষিতে রবিবার গুলিস্তানের একই জায়গায় গণজমায়েতের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ। দুপুর ১২টায় ছাত্র-জনতাকে জিরো পয়েন্টে থাকতে বলা হয়েছে।
এদিকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীও। তারা মাঠে নামলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বাহিনীর কর্মকর্তারা। এরইমধ্যে ঢাকাজুড়ে গোয়েন্দা নজরদারির পাশাপাশি মাঠে বাড়ানো হয়েছে র্যাব ও পুলিশ।