Search

মহানবীকে কটূক্তি: অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাকে গণপিটু‌নির পর জুতার মালা জনতার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় এক অবসরপ্রাপ্ত কমিউনিটি মেডিকেল অফিসারকে গণপিটুনির পর জুতার মালা পড়িয়েছে উত্তেজিত জনতা। পিটুনির শিকার ব্যক্তির আহম্মদ আলী। তিনি একই উপজেলার নবাবপুর ইউনিয়নের তেকাটি গ্রামের বা‌সিন্দা।


মহানবীকে কটূক্তি: অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাকে গণপিটু‌নির পর জুতার মালা জনতার

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরবর্তীতে বালিয়াকান্দি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত ক‌রে ওই ব্যক্তিকেও উদ্ধার করে।

এদিন বিকালে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

ওসি জামাল উদ্দিন ব‌লেন, “আহম্মদ আলী সকালে বেরুলী বাজারে চায়ের দোকানে মহানবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা দুপু‌রে তাকে আটক করে গণপিটুনি দেয়। 

অ্যাডভেঞ্চার ট্যুর

“খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত ক‌রে। সেই সঙ্গে ওই ব্যক্তিকেও উদ্ধার করা হয়েছে।”

এসময় আহম্মদ আলীকে রক্ষা করতে গিয়ে ওসির শরীরে উত্তেজিত জনতার কিল-ঘুষি লাগে।

এদিকে রবিবার বিকাল থেকে এ ঘটনার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। যেখানে আহম্মদ আলীকে বেশ কিছু মানুষ ঘিরে রেখেছে, তাকে রক্তাক্ত অবস্থায় একটি ঘরের মেঝেতে বসে থাকতে দেখা গেছে। অন্য দুটি ছবিতে তাকে গাছে বেঁধে রাখা এবং গলায় জুতার মালা পরা অবস্থায় দেখা গেছে।

এ ঘটনায় আহত আহম্মদ আলীকে স্থানীয় একটি হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তা জামাল উদ্দিন।