Search

কেশবপুরে সাবেক মেয়র রফিকুল ইসলাম গ্রেপ্তার

যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে ছাত্র-জনতা ধরে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (২ জুলাই) বেলা ৩টার দিকে কেশবপুর পৌর শহরের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।


কেশবপুরে সাবেক মেয়র রফিকুল ইসলাম গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, আত্মগোপনে থাকা রফিকুল ইসলামকে খুঁজে পেয়ে ছাত্র-জনতা ভবানীপুর এলাকায় একটি বাড়ি ঘেরাও করে। পালানোর চেষ্টা করে তিনি পাশের একটি ডোবায় ঝাঁপ দেন। পরে ছাত্র-জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রফিকুল ইসলাম আত্মগোপনে ছিলেন। বুধবার দুপুরে খবর পেয়ে স্থানীয় ছাত্র-জনতা ভবানীপুর মোড়লপাড়ায় তাঁর অবস্থান নিশ্চিত করে। তখন তিনি আশ্রয় নেন আরিফুর রহমান মিলনের বাড়িতে। সেখানেও জনতা তাঁকে ধাওয়া করলে তিনি ডোবায় ঝাঁপ দেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “সাবেক মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তিনি একসময় কেশবপুরে ‘জামাল বাহিনী’ নামে একটি সন্ত্রাসী বাহিনী পরিচালনা করতেন। তাঁকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”