Search

যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই প্রকৌশলীসহ নিহত ৩

যশোর শহরের সার্কিট হাউস পাড়ায় একটি নির্মাণাধীন আটতলা ভবনের পঞ্চম তলার বারান্দা ভেঙে পড়ে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে ‘ইকবাল মঞ্জিল’ নামের ভবনটিতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ধসে দুই প্রকৌশলীসহ নিহত ৩

নিহত তিনজন হলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার আজিজুর রহমান ও সাব কন্টাক্টর কাম মিস্ত্রি নুরু মিয়া। তারা ৫ বছরের বেশি সময় ধরে এ ভবন‌ নির্মাণের কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দে এলাকাবাসী ছুটে এসে দেখতে পান, তিনজন ব্যক্তি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছেন। পরে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

স্থানীয় বাসিন্দা আবদুল খলিল হোসেন বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনে বাসা থেকে বের হয়ে দেখি তিনজন নিচে পড়ে আছেন। দ্রুত তাদের হাসপাতালে পাঠাই। পরে শুনি, তারা সবাই মারা গেছেন। মনে হচ্ছে, ভবনের নির্মাণকাজে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।’

ঘটনার পরপরই যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবার থেকে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।