Search

মনিরামপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

যশোরে করোনাভাইরাসে আক্রান্ত ইউসুফ আলী (৪৫) নামে আরও একজন নিহত হয়েছেন। বুধবার (১৯ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


মনিরামপুরে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু

নিহত ইউসুফ আলী মনিরামপুর উপজেলার মাহমুদকাটি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইউসুফ নামের এক ব্যক্তি শ্বাসকষ্ট ও কিডনি জটিলতা নিয়ে গত ১৩ জুন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে তাকে মেডিকেল ওয়ার্ডে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছিল। তবে অবস্থার অবনতি ঘটলে পরদিন ১৪ জুন তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

এরপর তার শরীরে অক্সিজেনের মাত্রা হঠাৎ কমে যেতে শুরু করে। এ অবস্থায় চিকিৎসকরা র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার পরামর্শ দেন। বুধবার দুপুরে তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রাতেই ক্লিনিক কর্তৃপক্ষ রিপোর্ট পাঠায়, যেখানে ইউসুফের করোনা পজিটিভ ধরা পড়ে। তবে করোনার চিকিৎসা শুরু হওয়ার আগেই তিনি মারা যান

এর আগে বুধবার (১৮ জুন) ভোরে যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে শেখ আমির হোসেন (৬৮) নামে একজন মারা যান।