Search

যশোরে অস্ত্র ঠেকিয়ে মোবাইল ব্যংকিং নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই

যশোরের দিনেদুপুরে অস্ত্র ঠেকিয়ে ‘নগদ মোবাইল ব্যাংকিং কোম্পানি’র ৫৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।


যশোরে অস্ত্র ঠেকিয়ে মোবাইল ব্যংকিং নগদের ৫৫ লাখ টাকা ছিনতাই

আজ মঙ্গলবার (১৭ জুন) সকাল পৌনে ১১টার দিকে মণিরামপুর উপজেলার কুয়াদা জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নগদ এর যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম বলেন, ‘আমি ও একাউন্ট অফিসার কাজী মোমিনুর ইসলাম প্রাইভেটকারে করে যশোর থেকে ৫৫ লাখ টাকা নিয়ে মণিরামপুর উপজেলা অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলেন। যাত্রকালে কুয়াদা জামতলা নামক স্থানে মোটরসাইকেলে করে ৩ জন ব্যক্তি আমাদের গাড়ীর সামনে এসে চাপ দেয়। তবে আমাদের গাড়ীতে থাকা ড্রাইভার দ্রুত গাড়ী চালীয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেয়। পরে গড়ীর জানালা ভেঙ্গে অস্ত্র দেখিয়ে সাথে থাকা ৫৫ লাখ টাকা নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘এরপর ৯৯৯ এ ফোন করে ছিনতাইয়ের বিষয়টি জানানো হলে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন।’
 

এ বিষয়ে মণিরামপুর থানার ওসি শেখ বাবলুর খান বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যায়। নগদ এর কর্মীদের কথা অসংলগ্ন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছেনা।’