শংকরহুদা বাথানগাছী মাধ্যমিক বিদ্যালয়ের ৮৬-৯১ ব্যাচের পুনর্মিলনী প্রস্তুতি সভা
সময় বদলায়, জীবন এগিয়ে যায়—কিন্তু শৈশব, কৈশোর আর স্কুলজীবনের স্মৃতিগুলো চিরকাল হৃদয়ে গাঁথা থাকে। সেই স্মৃতিগুলোকে আবার নতুন করে জাগিয়ে তুলতেই শংকরহুদা বাথানগাছী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৬-৯১ ব্যাচের পুনর্মিলনী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শংকরহুদা বাথানগাছী মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৬-৯১ ব্যাচের শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। গতকাল ২ মার্চ (শুক্রবার) বিকেলে বেলে মাঠ বাজারে মোঃ তহিদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ আমিনুর রহমান। তিনি আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, এই মিলনমেলার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে।
প্রস্তুতি সভায় উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুনর্মিলনী অনুষ্ঠানটি বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে অংশগ্রহণের জন্য সকল ১৯৮৬-৯১ ব্যাচের শিক্ষার্থীকে আগামী ২৫ মে ২০২৫ (২৫/৫/২৫) তারিখের মধ্যে ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি সহকারে নাম নিবন্ধনের আহ্বান জানানো হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক ও স্মৃতিচারণমূলক কার্যক্রমের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার এই সুযোগ যেন সবার জীবনেই এক বিশেষ অধ্যায় হয়ে থাকবে।
সভায় ব্যাচের শিক্ষার্থীরা একে অপরের খোঁজখবর নেওয়ার পাশাপাশি বিগত দিনের স্মৃতিচারণায় মগ্ন হয়ে পড়েন। পরবর্তী কার্যক্রমকে আরও সফল করতে একটি আয়োজক কমিটিও গঠনের প্রস্তাব আসে, যা ভবিষ্যতের সভায় চূড়ান্ত করা হবে বলে জানানো হয়।
প্রস্তুতি সভাটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং সকলেই আশাবাদী—এই পুনর্মিলনী হবে একটি স্মরণীয় মিলনমেলা। সভাশেষে বন্ধু শাহনেওয়াজের আপ্যায়নে সকলে মুগ্ধ হন।