Search

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও টাকা লুট

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৪৩) নামে এক ব্যবসায়ীকে গুলি করে তার কাছে থাকা ২০০ ভরি স্বর্ণ ও টাকা লুটে নিয়ে গেছে ডাকাতদল। রবিবার রাত ১১টার দিকে বনশ্রীর ৭নং রোডের ডি ব্লকের ২০ নম্বর বাড়ির সামনে ঘটনাটি ঘটে।


রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও টাকা লুট

ঘটনার পর গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করেন।

আহত আনোয়ার হোসেন জানান, অলংকার নামে তার একটি জুয়েলারি দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করে সঙ্গে দুইশত ভরি স্বর্ণ ও এক লাখ টাকা নিয়ে বাসার গেটে আসেন তিনি। এসময় তিনটি মোটরসাইকেলে প্রায় সাতজন তার কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিতেই তাকে লক্ষ্য করে গুলি করে। এরপর সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ‘রাতে বনশ্রী থেকে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।’

ঘটনাস্থল থেকে রামপুরা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ‘একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটা দেখে কিছুটা ধারণা করা যাচ্ছে। তাছাড়া সিসিটিভি ফুটেজও পাওয়া যাবে। আশা করি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারবো।’

পুলিশ পরিদর্শক বলেন, ‘অলংকার জুয়েলার্সের মালিক আনোয়ারের উপরে হামলা করে অলংকার ও টাকা নিয়ে গেছে। ওনাকে মোট ছয় রাউণ্ড গুলি করেছে এবং পায়ে ও পিঠে কোপ দিয়েছে। তার গায়ে একটি গুলি লেগেছে। তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।’