বাঁচা-মরার লড়াইয়ে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে খেলতে দেশ ছাড়ার আগে শিরোপার স্বপ্নের কথা শুনিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এমনকি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে বলেছিলেন যে কোনো দলকে হারানোর সক্ষমতা রয়েছে বাংলাদেশের। কথার ফুলঝুড়ি ছোটালেও মাঠে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ।

- চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে খেলতে দেশ ছাড়ার আগে শিরোপার স্বপ্নের কথা শুনিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এমনকি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে বলেছিলেন যে কোনো দলকে হারানোর সক্ষমতা রয়েছে বাংলাদেশের। কথার ফুলঝুড়ি ছোটালেও মাঠে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ।
ভারতের কাছে ৬ উইকেটের হার দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করে বাংলাদেশ। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
ভারতের কাছে হারের ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি টাইগারদের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিউইদের কাছে হারলে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কায় পড়বে বাংলাদেশ।
অন্যদিকে, টুর্নামেন্টের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল হিসেবে বিবেচিত নিউজিল্যান্ড স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে জিতে সেমির পথে এগিয়ে থাকতে চায় তারা।
কঠিন সমীকরণের ম্যাচটিতে ফুরফুরে নিউজিল্যান্ড। টাইগারদের টপ ও মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা থাকলেও ব্ল্যাক ক্যাপসদের আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের টপ অর্ডার। বাংলাদেশের চিন্তা সেখানেই। অধিনায়ক শান্ত রান পাচ্ছেন না, সৌম্য সরকারও নেই ধারায়। তানজিদ তামিম, মুশফিকুর রহিমও আছেন খোলশে বন্দি। এমন অবস্থায় ৩০০ প্লাস রান করতে চান কোচ সিমন্স।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছে নিউজিল্যান্ড। তারা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে অপরাজিত অবস্থায়, ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে। এরপর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও পাকিস্তানকে আরও একবার পরাভূত করেছে বেশ সহজেই।
করাচিতে অনুষ্ঠিত সেই ম্যাচে উইল ইয়াং এবং টম ল্যাথামের জোড়া শতকে চড়ে ৩০০-র বেশি রান সংগ্রহ করে কিউইরা। এরপর ম্যাট হেনরি এবং উইল ও'রর্কি মিলে পাওয়ারপ্লেতেই চেপে ধরেন জবাব দিতে নামা পাকিস্তানের ব্যাটিং লাইনকে।বাকি কাজ সারেন তিন স্পিনার।গোটা ম্যাচে ব্ল্যাকক্যাপসদের দাপুটে পারফর্মে রীতিমত ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। যা ছিল মিচেল স্যাটনার বাহিনীর প্রায় নিখুঁত পারফরম্যান্স।
এরই ধারাবাহিকতায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে পরিচিত প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে আরেকটি জয় কিউইদের তো বটেই, সঙ্গে ভারতেরও সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। যা হবে নিউজিল্যান্ডের জন্য বড় কৃতিত্ব নিঃসন্দেহে। বিশেষ করে টুর্নামেন্টের আগেই যারা কিনা বেশ কয়েকজন প্রধান বোলারকে চোটের কারণে হারিয়েছে, তেমন একটি দলের জন্য তো বটেই।
অন্যদিকে ওয়ানডে ফরম্যাটটি বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় হলেও এই দলটি সাম্প্রতিক বছরগুলোতে ধার হারিয়ে ফেলেছে। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুজনই শূন্য রানে আউট হন। যার ফলে মাত্র ৩৫ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দল।
এরপর তৌহিদ হৃদয় ও জাকের আলীর রেকর্ড গড়া জুটিতে যদিও কূল রক্ষা হয়, তবে তা জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়নি।এমনকি ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা জাকার আলি যদি প্রথম বলেই রোহিত শর্মার ক্যাচ মিসের সুযোগ না পেতেন, তাহলে হয়তো দল ২২৮ রানেও পৌঁছাতে পারত না।
অন্যদিকে বিপিএলে তেমন একটা ছন্দে না থাকলেও দুবাইয়ে তৌহিদ হৃদয় তার প্রথম ওয়ানডে শতক হাঁকিয়েছেন ভারতের বিপক্ষেই। তবে ইনিংসের শেষ দিকে ক্র্যাম্পে ভুগতে হয়েছে তাকে বেশ। যদিও তার জন্য স্বস্তির বিষয় হলো- রাওয়ালপিন্ডির আবহাওয়া দুবাইয়ের তুলনায় শীতল হবে।
এদিকে বাংলাদেশ দলের জন্য আশাব্যঞ্জক খবর হলো- মাহমুদউল্লাহ রিয়াদকে পাচ্ছে এই ম্যাচে। যিনি ভারতের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে খেলতে পারেননি।
ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের বোলিং বিভাগকে স্থিতিশীল দেখা যায়নি। তাসকিন আহমেদ, রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজের কাছ থেকে আরও ভালো পারফরম্যান্স দরকার ছিল। এ ম্যাচেও তাই।
এছাড়া দলের সবচেয়ে দ্রুতগতির বোলার নাহিদ রানা প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেন, যা বাংলাদেশকে বাড়তি সুবিধা দিতে পারে।