চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ও আহতদের মাঝে চেক বিতরণ

কপোতাক্ষ ডেস্ক: চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ও আহত নয়জন ব্যক্তির মাঝে ১৬ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারী (শুক্রবার) চট্টগ্রাম মেডিকেল কলেজে মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সন্ধানীর কার্যালয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভাব বাংলাদেশ ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে এবং ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ(ভাব)-ইউএসএ, সিএমসি অ্যালামনাই ইউএসএ এবং রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্কের সহযোগিতায় ওই আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মো. ইয়াসিন আরাফাত প্রমুখ।
এ সময় চেক গ্রহণকারীরা ৫ আগস্টের পূর্বে কীভাবে গুলিবিদ্ধ হয়েছিল, কীভাবে নির্যাতনের শিকার হয়েছিল, কীভাবে হাসপাতালে ভর্তি হয়েছিল, কীভাবে চলছে তাদের জীবন- সে বিষয়ে তুলে ধরে আর্থিক সহায়তা প্রদানকারী সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।