Search

কেশবপুরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল


কেশবপুরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে কেশবপুর ছাত্র সমাজের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
কেশবপুর মাইকেল গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থী সাদেক হোসেন, রুস্তম আলী, রাকিব হোসেন, হারুনার রশিদ, রাসেল হোসেন, জিহাদ হোসেন, মাহমুদুল হাসান, শামিম হোসেন প্রমুখ। মিছিলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেয় ছাত্র সমাজ। পরে এক সমাবেশে অবিলম্বে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি জানানো হয়।