কেশবপুরে ভূমি মেলায় গণশুনানি

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ভূমি মেলার দ্বিতীয় দিনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে ওই গণশুনানির আয়োজন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ গণশুনানি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সার্টিফিকেট সহকারী হাদীউজ্জামান, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক জাহিদ হাসান শোভন প্রমুখ। গণশুনানি কার্যক্রম চলাকালে বিভিন্ন ব্যক্তিরা ভূমি সংক্রান্ত অভিযোগ ও সমস্যা নিয়ে এলে সেগুলো উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ শোনেন এবং কিছু সেবা তাৎক্ষণিক নিশ্চিত করেন। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এ ভূমি মেলা ২৭ মে শেষ হবে।