কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

কপোতাক্ষ ডেস্ক: কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ও সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের উদ্যোগে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ অ্যালামনাই ইউএসএ, রোটারি ই-ক্লাব অব হেরিটেজ নিউইয়র্ক ও ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) ইউএসএ-র আর্থিক সহযোগিতায় ওই শিক্ষাবৃত্তি দেওয়া হয়।
এনাম মেডিকেল কলেজ (ঢাকা)-এর অধ্যক্ষ ডা. মো. মোতাহার হোসেন জুয়েলের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহছান মুরাদ, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, হরিশ্চর ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইলিয়াস কাঞ্চন, সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো. মোহামিনুজ্জামান প্রমুখ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৬ জন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য এক লাখ ৫৬ হাজার টাকা দেওয়া হয়েছে। শিক্ষাবৃত্তি পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা খুশি প্রকাশ করে।