Search

আফগানিস্তান মিশনে সন্ধ্যায় দেশ ছাড়ছে টাইগাররা

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে বাংলাদেশের সামনে এবার আফগানিস্তান পরীক্ষা। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এই সিরিজ খেলতে আজ (শনিবার) দেশ ছাড়ছে নাজমুল হোসেন শান্তর দল।


আফগানিস্তান মিশনে সন্ধ্যায় দেশ ছাড়ছে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি অনুষ্ঠিত হবে নিরপেক্ষ ভেন্যুতে। আফগানদের চাওয়ায় আরব আমিরাতের মাটিতে হবে ম্যাচগুলো। এই সিরিজের জন্য দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়ছেন টাইগাররা। 

আজ সন্ধ্যা ছয়টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রথম ভাগের ক্রিকেটাররা। দ্বিতীয় ভাগে আগামীকাল বাকি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবেন।

আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর। ভারতের মাটিতে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের পর ঘরের মাঠে দুটি টেস্টেও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশ। টানা হোয়াইটওয়াশের বৃত্তে ঘুরপাক খাওয়া টাইগারদের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে আফগান সিরিজ দিয়ে।

বাংলাদেশ স্কোয়াড

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।