আধুনিক বাংলা সাহিত্যের জনক মাইকেল মধুসূদন: কবি আব্দুল হাই শিকদার
কামরুজ্জামান রাজু, ইসরাফিল হোসেন কেশবপুর (যশোর) কবি ও সাংবাদিক অধ্যাপক আব্দুল হাই শিকদার বলেছেন, মাইকেল মধুসূদন দত্ত ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের জনক।

একজন কবিকে নিয়ে এত বড় আয়োজন, এত বড় সমাবেশ আমি জীবনে কখনো দেখিনি। সাগরদাঁড়িবাসীকে লাখো লাখো সালাম’। শনিবার সন্ধ্যায় মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত মধুমেলার দ্বিতীয় দিনে মধুমঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর তানভির দুলাল, রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক কবি সাঈদ আবু বক্কার, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মিজানুর রহমান খান, যশোর সরকারি সিটি কলেজের অধ্যাপক খন্দকার কামরুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওজিয়ার রহমান, জিটিভির যশোর জেলা প্রতিনিধি তৌহিদ মনি, পাঁজিয়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আব্দুস সাত্তার, যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাহিম আল ফাত্তাহ, দেবব্রত দাশ, মারুফ হাসান ও রিফাত হোসেন মিজান।
রাতে মধুমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা ‘মা হলো বন্দি’ মঞ্চস্থ হয়। #