Search

"অদম্য ১৩, এক বন্ধুত্বের ছন্দ"

ইসরাফিল হোসেনঃ ২০১৩ সালে শুরু, এই অবিনশ্বর বন্ধন। বন্ধুদের হাতে হাত, একসাথে পথ চলা, সবাই মিলে গড়ে তুলি, সুখের অমলিন মেলা।


"অদম্য ১৩, এক বন্ধুত্বের ছন্দ"

কেউ যদি পড়ে বিপদে, আমরা থাকি পাশে,
কখনো না হারাই, বন্ধুত্বের এই আশে।
বেকার যারা আছে, পাইয়ে দিই কাজ,
বন্ধুত্বের এই সংস্থা, সবার জন্য বিরল প্রান্তর।

সকলের খোঁজখবর, রাখি দিনের শেষে,
বন্ধুদের হাসি মুখ, আমাদের প্রাণে মেশে।
কোনো দুঃখে ডাকি, কেউ থাকে না দূরে,
অদম্য ১৩, এগিয়ে চলে, বন্ধুত্বের সুরে।

এই সংগঠন নিয়ে, গর্বিত আমরা সব,
হৃদয়ের গভীরে রাখি, এই বন্ধুরা সবে।
২০১৩ সালের স্মৃতি, আজও জাগ্রত প্রাণে,
অদম্য ১৩, বন্ধুত্বের গান, গাইছে সবাই মিলে প্রাণে।

ভালোবাসার বন্ধন, থাকে সারাক্ষণ,
অদম্য ১৩, এগিয়ে চলে, বন্ধুত্বের এক আলোক রশ্মি বন।