সকল ঐশী ধর্মের লক্ষ্য অভিন্ন: ইহুদিবাদ আর ইহুদি ধর্ম এক নয়
ইরানের পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে অবস্থিত অষ্টম শিয়া ইমাম, ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ইমাম রেজার মূল্যবান বিতর্কগুলোর ওপর গবেষণামূলক একটি সম্মেলন। বিশ্বের বিভিন্ন দেশের আলেম, পাদ্রী ও বিশেষজ্ঞরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন।

এবং তারা তাদের দেশের ওপর অপরের দখলদারিত্ব মেনে নেবেন না।
তিনি আরো বলেন: আমরা আমাদের নিজেদের দেশে স্বাধীনতা চাই এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণ তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য শুধুমাত্র ইহুদিবাদী ইসরাইল নয় বরং আমেরিকাসহ বিশ্বের সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। তারা আত্মবিসর্জনের মাধ্যমে শত্রুদের যেকোনো আগ্রাসন রুখে দেবে।
ফিলিস্তিনের জনগণ বিশেষ করে গাজাবাসীর প্রতি পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য এই খ্রিস্টান পাদ্রী ইরানের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন: আমরা সকল ঐশী ধর্মের অনুসারীরা অভিন্ন লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। যেসব সত্যিকার ইহুদি তাওরাত গ্রন্থ অনুসরণ করছে তারাও ইহুদিবাদী ইসরাইলের চলমান পাশবিকতার তীব্র নিন্দা জানায়।
মাশহাদ সম্মেলনে দেয়া ভাষণে মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষক শায়খ আহমাদ আদ-দামনাহুরি বলেন: ইহুদিবাদীরা কখনোই ইহুদি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না। প্রকৃত ইহুদিরা অন্যান্য ধর্মের অনুসারীদের সম্মান করে। তিনি আরো বলেন: অন্যদিকে নিজেদের ছাড়া অন্য কারো প্রতি ইহুদিবাদীদের বিন্দুমাত্র সম্মান নেই। শুধু ইসলাম নয়, খ্রিস্টানসহ অন্য কোনো ধর্মকে তারা বিন্দুমাত্র মূল্যায়ন করে না; যেটি ইহুদি ধর্মের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক