Search

পৃথিবীর সবচেয়ে বড় বন্দি কুমিরের মৃত্যু

মানুষের কাছে বন্দি থাকা পৃথিবীর সবচেয়ে বড় কুমিরের মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ার একটি প্রাণী অভয়ারণ্যে কুমিরটি মারা গেছে।


পৃথিবীর সবচেয়ে বড় বন্দি কুমিরের মৃত্যু

ক্যাসিয়াস নামের কুমরটি লম্বায় ১৮ ফুট। এটির ওজন প্রায় ১ হাজার কেজি। ধারণা করা হয় কুমরিটির বয়স ১১০ বছর হয়েছিল। যদিও বয়সের বিষয়টি কেউ পুরোপুরি নিশ্চিত নয়।

১৯৮০ সালের দিকে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কুমিরটি ধরা পড়ে। এরপর থেকে নোনাপানির এই দৈত্যকার কুমিরটি কুইন্সল্যান্ড উপকূলের একটি অভয়ারণ্যে ছিল।

 

২০১১ সালে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায় এই পুরুষ কুমির। এটিকে বিশ্বের সবচেয়ে বড় বন্দি কুমিরের খেতাব দেওয়া হয়।

ক্যাসিয়াস যখন বনে জঙ্গলে থাকত তখন এটি প্রায়ই বিশাল বিশাল গবাদি পশু ধরে খেয়ে ফেলত। এছাড়া নৌকায় হামলা চালাত এটি। এরপর কুমিরটিকে ধরে বন্দি করে অভয়ারণ্যে নিয়ে যাওয়া হয়। প্রাণীদের এই অভয়ারণ্যটি পরিচালনা করতেন জর্জ গ্রেগ নামের এক ব্যক্তি। তিনি ১৯৮৭ সালে কুমিরটিকে সেখানে নিয়ে যান।

 

জর্জ গ্রেগেই কুমিরটিকে দেখাশুনা করতেন। কিন্তু গ্রেগ গত মাসে অভ্যয়ারণ্যটি ছেড়ে কাইরান্সে চলে যান। এরপরই কুমিরটির স্বাস্থ্যের ব্যাপক অবনতি ঘটে। গ্রেগ দীর্ঘ ৩৭ বছর কুমিরটিকে লালন পালন করেছেন।

অভ্যয়ারণ্য কর্তৃপক্ষ জানিয়েছে, কুমিরটির অনেক বয়স হয়ে গিয়েছিল। বন্য অবস্থায় একটি কুমির যতদিন বেঁচে থাকতে পারে এই কুমিরটি অনেক আগেই সেই সময় পার করে ফেলেছিল।#

সূত্র: বিবিসি