শ্যালকের বিয়েতে দাওয়াত না পেয়ে দুলাভাইয়ের আত্মহত্যা
ময়মনসিংহে শ্যালকের বিয়েতে দাওয়াত না পেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দুলাভাই। বোরবার রাতে ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবের গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক কামরুল ইসলাম রাসেল। নিহত দুলাভাই মো. আব্দুল আজিজ (৩৭) একই গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে ।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গেলো ১ সেপ্টেম্বর আব্দুল আজিজের শ্যালক রফিকুল ইসলাম (২২) দুলাভাইকে না জানিয়ে একা একা বিয়ে করেন। পরে শ্যালকের বিয়েতে দাওয়াত না পাওয়ার অভিমানে বোরবার রাতে নিজের বাড়ির পাশে মেহগনি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন দুলাভাই মো. আব্দুল আজিজ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ।