কৃষকের সাড়ে ৫০০ কলার কাঁদি কেটে ফেলল দুর্বৃত্তরা
বগুড়ার শিবগঞ্জে বুলবুল চন্দ্র মোদ নামে এক কৃষকের সাড়ে ৫০০ কলার কাঁদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে শিবগঞ্জ উপজেলার ছোট নারায়ণপুর নাথপাড়ার মাঠে এ ঘটনা ঘটে। প্রায় পরিপক্ক এসব কলা কেটে ফেলায় ওই কৃষকের ৩ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক। শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সহিদ জানান, নাথপাড়ার বাসিন্দা বুলবুল চন্দ্র মোদকের (৫০) ৫২ শতক জমিতে কলা চাষ করে। আশপাশের জমিগুলোও কলার বাগান। অন্য কারো জমির কলার কাঁদি কাটা না হলেও বুলবুলের জমির সবগাছের কলার কাঁদি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
চেয়ারম্যান বলেন, ধারণা করা হচ্ছে শত্রুতামূলকভাবে এই কাজ করা হয়েছে। কারণ আশপাশের কোনো জমিতেই হাত দেওয়া হয়নি। ওই জমিটি এক সময় স্থানীয় এক ব্যক্তি বর্গা চাষ করতেন। সম্প্রতি সেই জমিটি আর বর্গা না দিয়ে নিজেই চাষাবাদ শুরু করেন বুলবুল। সেটা নিয়ে মনোমালিন্যের কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে ওই কৃষককে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক বুলবুল মোদক বলেন, ‘মঙ্গলবার রাতে আমার জমির কলার কাঁদি কেটে ফেলা হয়েছে। আর ২ সপ্তাহ পরেই কলাগুলো পরিপক্ব হতো।’
শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, মৌখিক অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ওই কৃষক লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।