Search

২০১৩ সালের সুখস্মৃতি সাকিবদের প্রেরণা

এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার) ক্যান্ডির পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এ নিয়ে দ্বিতীয়বার পাল্লেকেলেতে খেলতে নামবে বাংলাদেশ। এর আগে প্রথম ও শেষবার ২০১৩ সালে স্বাগতিক দেশটির বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। ম্যাচটিতে বৃষ্টি আইনে ৩ উইকেটের জয় পেয়েছিল টিম টাইগার্স।


২০১৩ সালের সুখস্মৃতি সাকিবদের প্রেরণা

২০১৩ সালে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি পাল্লেকেলেতে খেলে বাংলাদেশ। ঐ ম্যাচে টস হেরে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ। তিলকারত্নে দিলশানের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ পায় লঙ্কানরা। ১২টি চারে ১২৮ বলে ১২৫ রান করেছিলেন দিলশান। বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক ১০ ওভারে ৬২ রানে ৫ উইকেট নেন। 

জবাবে বৃষ্টি আইনে ২৭ ওভারে ১৮৩ রানের টার্গেট পায় বাংলাদেশ। ২৬ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান তুলে দারুণ জয়ের স্বাদ পায় টাইগাররা। নাসির হোসেন ২৭ বলে অপরাজিত ৩৩, এনামুল হক বিজয় ৪০, মোহাম্মদ আশরাফুল ২৯ ও জহিরুল ইসলাম ২৬ রান করেন। 

বাংলাদেশের ভেন্যু ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম।

সে সময় বাংলাদেশের অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয়টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।