Search

স্বেচ্ছাসেবী দিবসে পাঠকবন্ধুর রক্তদান


স্বেচ্ছাসেবী দিবসে পাঠকবন্ধুর রক্তদান

কেশবপুর (যশোর) প্রতিনিধি: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসে পাঠকবন্ধু সাকিব হাসান স্বেচ্ছায় করলেন রক্তদান। সাকিব হাসান জাতীয় দৈনিক আজকের পত্রিকার পাঠক ফরম পাঠকবন্ধুর যশোরের কেশবপুর উপজেলা শাখার সদস্য।

জানা গেছে, দুই বছর বয়সী থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এক শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ও পজেটিভ রক্তদান করেন সাকিব হাসান৷ তিনি এবারই প্রথম রক্তদান করলেন। পাঠকবন্ধু সাকিব হাসান বলেন, থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ওই শিশুর পরিবার ও পজেটিভ রক্তদাতা খুঁজে পাচ্ছিলেন না। বিষয়টি জানতে পেরে মনে সাহস রেখে তিনি প্রথমবার রক্তদান করেন। আগামীতেও তিনি রক্তদানসহ বিভিন্ন মানবিকের কাজের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াবেন বলে জানান।