Search

সাতবাড়িয়া সুহৃদ ক্রীড়া চক্রের ইফতার মাহফিল


সাতবাড়িয়া সুহৃদ ক্রীড়া চক্রের ইফতার মাহফিল

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতবাড়িয়া সুহৃদ ক্রীড়া চক্রের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সাতবাড়িয়া সুহৃদ ক্রীড়া চক্রের সভাপতি আব্দুল ওহাব জুয়েলের পরিচালনায় ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, জামায়াত ইসলামীর নেতা আব্দুস সামাদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএম আবুল হোসেন, সাতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলম, সাতবাড়িয়া সুহৃদ ক্রীড়া চক্রের সাবেক সভাপতি আলমগীর হোসেন এবং রুবেল, সিরাজ, জি এম হোসেন ডা: আব্দুস সাত্তার, সাতবাড়িয়া সুহৃদ ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মানিক, সংগঠনের সদস্য রনি, রসুল, ইমন, আসিফ, ইমন, রিফাত তুহিন, মুন্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা সাতবাড়িয়া সুহৃদ ক্রীড়া চক্রের বিভিন্ন কার্যক্রমকে সাধুবাদ জানান।