রোনালদো-নেইমারকে হটিয়ে সেরা আবেদনময় ফুটবলার আসেনসিও
২০১২ সালে পিপল সাময়িকীর ভোটে সবচেয়ে আবেদনময় ফুটবলারের তালিকায় শীর্ষে ছিলেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘ এক যুগ পর নিজের অবস্থান হারিয়েছেন পর্তুগিজ যুবরাজ। এ বছর নেইমার ও রোনালদোকে পিছনে ফেলে ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে আবেদনময় ফুটবলার হয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা মার্কো আসেনসিও।

২০১২ সালে পিপল সাময়িকীর ভ
তুস্কের বিখ্যাত কসমেটিক সার্জারি ক্লিনিক ‘দ্য ব্যাজ ক্লিনিক’ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি জরিপ পরিচালনা করেছে। যেখানে ছবি শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগমাধ্যম পিন্টারেস্টে জরিপ চালিয়েছে। পিন্টারেস্ট ব্যবহারকারীরা ফুটবলারদের মোট কতবার ‘পিন’ বা ‘ট্যাগ’ করেছেন, তার ওপর ভিত্তি করে জরিপ পরিচালনা করেছে দ্য ব্যাজ ক্লিনিক কর্তৃপক্ষ।
তুরস্কের কসমেটিক সার্জারি ক্লিনিক কর্তৃপক্ষের জরিপে সর্বোচ্চবার পিএসজির স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার মার্কো আসেনসিওকে ‘পিন’ বা ‘ট্যাগ’ করেছে পিন্টারেস্ট ব্যবহারকারীরা। ফলে রোনালদো, নেইমার, মেসি, হালান্ডদের পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে আবেদনময় ফুটবলার নির্বাচিত হয়েছেন স্প্যানিশ ফুটবলার মার্কো আসেনসিও।
২০২৩ সালে সর্বোচ্চ ৯ লাখ ৩ হাজার ৩৬৪ বার পিন্টারেস্টে আসেনসিও ‘পিন’ বা ‘ট্যাগ’ করেছে ব্যবহারকারীরা। দ্বিতীয় স্থানে থাকা পর্তুগিজ ফুটবলার রোনালদোকে ৩ লাখ ৬৪ হাজার ৪৭৬ বার পিন’ বা ‘ট্যাগ’ করেছে পিন্টারেস্ট ব্যবহারকারীরা। পিন্টারেস্টে ২ লাখ ৭৫ হাজার ২৭৪ বার ‘পিন’ বা ‘ট্যাগ’ করা হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। ফলে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন তিনি।
বিশ্বের সবচেয়ে আবেদনময় ফুটবলালের তালিকায় আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি শীর্ষ পাঁচ নম্বরে অবস্থান করছেন। ২ লাখ ২০ হাজার ৭০১ বার পিন্টারেস্টে ‘পিন’ করা হয়েছে মায়ামি তারকাকে। মেসির পরের স্থানে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ মিডফিল্ডার ম্যাসন মাউন্ট। তাকে ২ লাখ ২৫ হাজার ২২৪ বার ‘পিন’ করেছে পিন্টারেস্ট ব্যবহারকারীরা।
তালিকার ষষ্ঠ অবস্থানে রয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। ১ লাখ ৪৪ হাজার ৮৯৫ বার ‘পিন’ হয়েছেন মাদ্রিদ তারকা। পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের অবস্থান সপ্তম স্থানে। ১ লাখ ৩৬ হাজার ১৫৫ বার ‘পিন’ হয়েছেন পিএসজি তারকা।
আবেদনময় ফুটবলারের তালিকায় শীর্ষ ১০-এ এশিয়ার একমাত্র প্রতিনিধিত্বকারী ফুটবলার টটেনহামের দক্ষিণ কোরিয়ান তারকা সন হিউং মিন। ১ লাখ ২৫ হাজার ৬৩০ বার ‘পিন’ করা হয়েছে পিন্টারেস্টে এই তারকাকে।