Search

মাগুরা-১ আসনে এগিয়ে সাকিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান এখন পর্যন্ত ভোটের মাঠে এগিয়ে রয়েছেন। তার আসনে মোট ১৫২টি কেন্দ্রের মধ্যে ফল পাওয়া গেছে ৬টির।


মাগুরা-১ আসনে এগিয়ে সাকিব

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, সাকিব এখন পর্যন্ত ভোট পেয়েছেন ১৩৮৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী রেজাউল হোসেন (ডাব প্রতীক) পেয়েছেন ৩০০ ভোট।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মাগুরা–১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৮৬২ জন, আর নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৬২১। ভোটকেন্দ্র মোট ১৫২টি।

উল্লেখ্য, আজ সকাল ৮টা থেকে দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৪টা পর্যন্ত। এবারের ভোটে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে দাবি ইসির।