Search

বিশ্বকাপ জিতেই কোহলির অবসর

পুরো বিশ্বকাপে করেছিলেন মোটে ৭৭ রান। ফাইনালে খেললেন ৭৬ রানের ইনিংস। ভারতকে যা দিলো বিশ্বকাপ জয়ের ভিত। এমন এক ইনিংসের পর বিরাট কোহলিই হলেন ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ। সেই সেরার পুরস্কার নিতে এসেই কোহলি জানালেন বিদায়। নিজ মুখেই বলে দিলেন, এটাই ছিল ভারতের জার্সিতে শেষ টি-টোয়েন্টি ম্যাচ।


বিশ্বকাপ জিতেই কোহলির অবসর

ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতে এসেই জানালেন বিদায়ের কথা। 'এটা আমার শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল। আমরা ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম। রান কখনও হবে না। সৃষ্টিকর্তা মহান। একদিনই পারফর্ম করলাম আর এটা কাজে এলো দলের। এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।'

পরের প্রজন্মকে জায়গা করে দেয়ার কথা জানিয়ে কোহলি বলে দিলেন বিদায়, 'চেষ্টা করেছি দলে যতটা সম্ভব অবদান রাখার। শিরোপা উঁচিয়ে ধরতে চেয়েছিলেন, পরিস্থিতিকে সম্মান দেখিয়ে খেলার চেষ্টা করেছি। এখন পরের প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। দারুণ কিছু খেলোয়াড় আছে যারা দলকে সামনে এগিয়ে নিতে পারবে।'