Search

বাংলাদেশ টেনিসে আরেকটি ‘প্রথম’

বাংলাদেশ টেনিস ফেডারেশনের বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর নতুনত্বের পথে এগুচ্ছে লাল-সবুজের টেনিস। বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টের পাশাপাশি প্রথম নারী রেফারিও পেয়েছে বাংলাদেশের টেনিস। সেই মাসফিয়া আফরিন এবার প্রথমবারের মতো ভারতে গেলেন রেফারিং করতে।


বাংলাদেশ টেনিসে আরেকটি ‘প্রথম’

বৃহস্পতিবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা থেকে রওয়ানা হয়েছেন তিনি। এর ফলে বাংলাদেশের প্রথম কোনো নারী রেফারি বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনা করতে গেলেন। ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন (আইটিএফ) থেকে এই নিয়োগ পেয়েছেন মাসফিয়া। তিনি শনিবার থেকে ১২ জানুয়ারি পর্যন্ত দিল্লিতে এবং ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত কলকাতায় আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতায় সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২২ সালের ২৩ থেকে ২৪ ডিসেম্বর ভারতের সিলভার বেজ রেফারি ও আইটিএফ সার্টিফাইড টিউটর অভিশেক মুখার্জির তত্ত্বাবধানে ন্যাশনাল লেভেল অফিসিয়েটিং স্কুলের আয়োজন করা হয়েছিল। অফিসিয়েটিং স্কুলে অংশ নেওয়া ২২ জন অফিসিয়ালের মধ্যে টপ স্কোরার ছিলেন মাসফিয়া। মাসফিয়াকে আইটিএফের অফিসিয়াল ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। এই অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই তাকে নির্বাচিত করা হয়েছে বলে জানান বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার।