বখতিয়ার গাজীর কবিতা- একটি হৃদয়
একটি হৃদয় ফুলের মত, একটি হৃদয় শিশুর মত, একটি হৃদয় জমির মত, ছায়া মেলা বৃক্ষের মত। একটি হৃদয় গাছের ডালের মত, ডালে বসা পাখির মত, একটি হৃদয় ফুলের মত, ফুলে বসা প্রজাতির মত।

একটি হৃদয় নদী ও জলের মত, পদ্মা নদীর পলির মত।
একটি হৃদয় নারীর মত, সুদর্শণা শহরের মত,
একটি হৃদয় কবিতার মত, কবির আঁকা ছবির মত।
নির্ভেজাল নারীর মত, গৃহত্যাগী জোছনার মত।
একটি হৃদয় সাঁকোর মত, সাঁতার না জানা নারীর মত।
একটি হৃদয় সরষে ফুলের মত, শীতের সকালে শিশিরের মত।
একটি হৃদয় মায়ের জায়নামাজের পাটির মত, হাঁসি মাখা মুখের মত,
যতই হোক ক্ষত, সে আমার অলস দুপুরে দেখা সুদর্শণা, সে আমার দীর্ঘ অসুখ, ভালবাসা অবিরত ।