তামান্না জাবরিনের কবিতা "দূর আকাশের তারা"
হতাম যদি প্রজাপতি তোমার জানালায় যেয়ে বসতাম।

রোদ ঝিকিমিকি সকালে আমায় ছু্ঁয়ে দিতে কি?
পাখির মতো ডানা মেলে যেতাম যদি তোমার নীড়
ঘুম ভাঙ্গাতাম যদি ডেকে কিচিরমিচির
কেমন হতো সেদিন তোমার সকাল বেলা?
করতে বোধহয় অবহেলা
তাইতো আমি দূর আকাশের তারা,
তোমার আমার পথ আলাদা,
আলাদা হয়েছে চলা।