আশিক বিল্যাহ্ শুভর কবিতা "এক ফোঁটা বৃষ্টি"
দীর্ঘদিনের প্রত্যাশা পড়ুক এক ফোঁটা বৃষ্টি

রহমত দাও খোদা, আমরা তো তোমারই সৃষ্টি।
প্রখর রোদে হাঁড় খাটুনি শ্রমে হয়ে যায় ক্লান্তি
রহমতের পানি ছিটিয়ে দাও না একটু শান্তি।
পিচ গলে যায় রোদের তাপে, রাস্তায় নেই স্বস্তি
তাপদাহ সইতে না পেরে হিটস্ট্রোকে হয় সমাপ্তি।
চারিদিকে পড়ছে নামাজ, দুই হাত তুলে দোয়া
হুজুর, মাতবার, কুলি, মজুর, কেউ দেয় না ধোঁকা।
সবাই কাঁদে অঝোর নয়নে যায় নাতো আর পারা
একটুখানি রহমত দিয়ে দূর করে দাও খরা।