Search

অভিশপ্ত মে মুহাঃ আশিক বিল্যাহ্ শুভ

জৈষ্ঠ্য শেষে দেয় উঁকি আষাঢ় অবশেষে, নদীর জোয়ার ফুলে উঠে মাতাল হাওয়ার তালে। পূব আকাশে হয় শুরু কালো মেঘের খেলা, নদীর জোয়ার দিলো বুঝি এবারও সেই ধোঁকা।


অভিশপ্ত মে মুহাঃ আশিক বিল্যাহ্ শুভ


প্রতি বছর তাকিয়ে থাকি নদীর পানে চেয়ে,
রাস্তা ভেঙ্গে এলো পানি এইতো লোকালয়ে।
জোয়ান বুড়ো ভয়ে কাঁপে গভীর রাতে জেগে,
এবার আর হবে না রেহাই নদী ভাঙন থেকে।

চলনা ভাই রাস্তা বাঁধি কাঁধে কাঁধ রেখে,
বসতভিটা হয় বিলীন দেখি চেয়ে চেয়ে।
শুন্য করে দিয়ে যায় প্রতিবারই অভিশপ্ত মে,
এমনি করে যায় চলে যায় চোখের জলে ভেসে।