Search

প্রথমবার বিশ্বকাপ খেলবে ছেলে, খুশি হৃদয়ের বাবা

‘আমার ছেলে প্রথমবার বিশ্বকাপ ক্রিকেট খেলবে। এতে আমি অত্যন্ত গর্বিত, উচ্ছ্বসিত এবং আনন্দিত। বাংলাদেশ দল বিশ্বকাপ জিতবে এই প্রত্যাশা করছি। এই দলের সকল খেলোয়াড়দের জন্য আমার শুভ কামনা রইল।’


প্রথমবার বিশ্বকাপ খেলবে ছেলে, খুশি হৃদয়ের বাবা

আজ (৫ অক্টোবর) থেকে ভারতের মাটিতে শুরু হয়েছে বিশ্বকাপ ক্রিকেটের ত্রয়োদশ আসর। বাইশগজের খেলার উৎসবে মেতে উঠেছে সারাবিশ্ব। আর এই আসরেই বাংলাদেশ দলের হয়ে প্রথমবার মাঠে নামবেন তাওহীদ হৃদয়। এতেই উচ্ছ্বসিত তার বাবা এনামুল হক।


তাওহীদ হৃদয়ের বাবা জয়পুরহাট সদর উপজেলা খাদ্য সরবরাহ কেন্দ্রের উপ-পরিদর্শক পদে কর্মরত রয়েছেন। তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার একমাত্র ছেলে তাওহীদ হৃদয়ের ক্রিকেট খেলার প্রতি ঝোঁক ছিল। তাকে সমর্থন দিতাম। আজ সে বিশ্বকাপ ক্রিকেট খেলবে। এটি ভেবেই অনেক খুশি লাগবে। তার এবং বাংলাদেশ দলের পুরো টিমের জন্য দোয়া রইল।

বিশ্বকাপ ক্রিকেটে তাওহীদ খেলবে এতে তার বাবাই শুধু আনন্দিত নয়। তার বাবার সহকর্মীরাও বেশ খুশি।


ওই দপ্তরের সহকারী উপ-পরিদর্শক আহসানুজ্জামান সবুজ বলেন, তাওহীদ হৃদয় আমাদের এই খাদ্য কেন্দ্রের এনামুল ভাইয়ের ছেলে। আমাদের ছেলে বিশ্বকাপ ক্রিকেট খেলবে এতে আমরা অনেক খুশি। সে একবার আমাদের এখানে এসেছিল। আমরা তার সঙ্গে সময় কাটিয়েছি। সে ভালো খেলে। বাংলাদেশ টিম বিশ্বকাপে যেন ভালো করে এই প্রত্যাশা করি। তাওহীদ হৃদয় যেন প্রত্যেক ম্যাচে অন্তত হাফ সেঞ্চুরি করে এই দোয়া করি।