Search

পাকিস্তানের ব্যাটিং পৃথিবীর অন্যতম সেরা : তাসকিন

পাকিস্তানের বোলিং লাইনআপ বরাবরই অন্যতম সেরা। যুগে-যুগেই ক্রিকেট ভক্তদের বিশ্বমানের পেসার উপহার দিয়েছে পাকিস্তান। তবে পিছিয়ে নেই ব্যাটিংয়েও। বাবর আজম-ইমাম উল হকদের মতো ব্যাটাররা প্রতিপক্ষের জন্য রীতিমতো থ্রেটই! তাইতো পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বেশ সতর্ক তাসকিন।


পাকিস্তানের ব্যাটিং পৃথিবীর অন্যতম সেরা : তাসকিন

বিসিবির পাঠানো ভিডিওতে তাসকিনি বলেন, ‘এরকম উইকেটে আসলে বোলারদের মার্জিন অনেক ছোট থাকে। একটু এদিক-ওদিক হলে সেটা বাউন্ডারি হওয়ার চান্স বেশি থাকে। অনেক হিসেব করে বল করতে হয় ভেরিয়েশনের সঙ্গে। পাকিস্তানের ব্যাটিং পৃথিবীর অন্যতম সেরা। সহজ হবে না। কিন্তু আমাদের প্রতি বিশ্বাস আছে, যদি সেরা বোলিংটা করতে পারি একটা ভালো রানের মধ্যে আটকাতে পারবো।'

৬ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। যেখানে উইকেট থেকে কিছুটা হলেও বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা। তবে উইকেট যেমনই হোক তাসকিন আশাবাদী, দ্রুত মানিয়ে নিতে পারলে এবং ভালো কিছু করতে পারবেন। 

তিনি বলেন, 'আসলে লাহোরে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকবে স্বাভাবিকভাবে। যেদিনই আমরা খেলবো, উইকেট বা কন্ডিশন আমাদের কন্ট্রোলে থাকবে না। দ্রুত মানিয়ে নিতে পেরেছিলাম আমরা (আফগানিস্তানের বিপক্ষে)। প্রতিটা বোলারই দারুণ করেছে। সামনের ম্যাচগুলোতেও আমরা এখান থেকে ভালো করার চেষ্টা করবো। এটা ভালো যে আমরা খেলতেছি বিভিন্ন কন্ডিশনে এবং অভিজ্ঞতার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারছি। আমাদের আসলে অ্যাকুরেসি ও ভেরিয়েশন খুব ভালো ছিল ফলে আমরা ভালো করতে পেরেছি। আশা করি সামনেও এটা থাকবে।'#