পাকিস্তানকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের
পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে ঐতিহাসিক এক সিরিজ জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচের পর দ্বিতীয়টিতে জয় পেয়েছে টিম টাইগ্রেস। এবার জয়ের ব্যবধান ২০ রান।

শুক্রবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৬ উইকেটে ১২০ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ১০০ রানে থামে পাকিস্তানি নারীরা। এরই সঙ্গে সফরকারীদের বিরুদ্ধে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের কৃতিত্ব গড়ে টিম টাইগ্রেস।
সাগরিকায় ১২১ রানের জবাবে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০০ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। দলীয় ১ রানে সাজঘরে ফেরেন পাক ওপেনার নাতালিয়া পারবেজ। বিসমাহ মারুফ বাদে বাকি ব্যাটাররা সবাই ব্যর্থ হয়েছেন। ৪৪ বলে ২টি চারের সাহায্যে ৩০ রানে আউট হন বাঁহাতি এই ব্যাটার। এ ছাড়া ইরাম জাভেদ ও উম্মে হানি দুই অঙ্কের দেখা পান। তারা যথাক্রমে ১৫ ও ১৪ রান করেন। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার ও রাবেয়া খান ২টি করে উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ সূচনা পায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৮ রান তোলে টাইগ্রেসরা। ১৩ বলে ২ চার ও ১ ছক্কায় ১৮ রানে ফেরেন শামিমা সুলতানা। তবে আরেক ওপেনার মুশির্দা ছিলেন বেশ ধীরগতির। ২৮ বলে মাত্র ২০ রান করেন এই ওপেনার। ১৬ রানে সাজঘরে ফেরেন সোবহানা মুস্তারি। এদিন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও ছিলেন নিষ্প্রভ। ১৯ বলে ১০ রানে থামেন টাইগার দলপতি।
পঞ্চম উইকেটে ৩৮ রানের দারুণ এক জুটি গড়েন স্বর্ণা আক্তার ও রিতু মনি। ২ চারের সাহায্যে ১৯ রানে আউট হন রিতু। অলরাউন্ডার স্বর্ণার ২২ বলে ২৭ রানের অপরাজিত ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ১২০ তুলতে সক্ষম হয় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে ডায়ানা বেগ সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেন।