Search

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয় বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের মাটিতে এটিই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়। এর আগে তাদের মাটিতে ৯টি টি-টোয়েন্টি খেলা বাংলাদেশ প্রতিটিতেই পেয়েছিল হারের তিক্ত স্বাদ।


নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টি-টোয়েন্টি জয় বাংলাদেশের

এই জুটি ভাঙলেও নিশামও স্যান্টনার মিলে ৪১ রানের জুটি গড়েন। বিপজ্জনক হয়ে ওঠার আগে জুটি ভাঙেন শরিফুল। মিড উইকেটে স্যান্টনারের দারুণ ক্যাচ তালুবন্দি করেন সৌম্য। কিউই অধিনায়ক ফেরেন ২৩ রান করে।

আসা-যাওয়ার মিছিলে এক প্রান্তে অবিচল ছিলেন নিশাম। ২৯ বলে ৪৮ রান করে হুমকি হয়ে উঠেছিলেন বাংলাদেশের জন্য। তাকে ফিরিয়ে স্বস্তি এনে দেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের ফুলটস বলে ডিপ  কাভারে আফিফ হোসেনের ক্যাচে পরিণত হন নিশাম। টিম সাউদির উইকেটেও মুস্তাফিজ-আফিফের রসায়ন। মুস্তাফিজের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাউদি। নবম ব্যাটার হিসেবে ইশ সোধিকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানান তানজিম সাকিব। শেষ পর্যন্ত কিউইরা থামে ১৩৪ রানে।

বাংলাদেশের পক্ষে শরিফুল নেন তিন উইকেট। দুটি করে উইকেট পান মেহেদি ও মুস্তাফিজ।

কিপটে বোলিংয়ে ১৪ রানে ২ উইকেটের পর অপরাজিত ১৯ রানের ইনিংসে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান।#