Search

দেশের মানুষদের কিছু ফিরিয়ে দিতে চান সাকিব

ছয় ম্যাচে মাত্র ১ জয়, ৫ হার। সেমিফাইনালে খেলার শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেছে বাংলাদেশের। নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান স্বীকার করে নিয়েছেন, এটিই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব চেয়ে বাজে বিশ্বকাপ। লিগ পর্বে বাকি ৩ ম্যাচ কেবলি আনুষ্টানিকতা।


দেশের মানুষদের কিছু ফিরিয়ে দিতে চান সাকিব

এই ৩ ম্যাচে মুষড়ে পরা সমর্থকদের জন্য কিছু একটা করতে চান বলে জানিয়েছেন সাকিব, 'আরো তিনটি ম্যাচ খেলতে হবে আমাদের। বাংলাদেশের মানুষদের যদি কিছু ফিরিয়ে দিতে পরি, তা হবে দারুণ। এই মুহূর্তে কেবল এটাই ভাবতে পারি।'

পরের ম্যাচটিও কলকাতায়, মঙ্গলবার প্রতিপক্ষ পাকিস্তান।

 

বিশ্বকাপে তাদের অবস্থানও সুখকর নয়। বাবর আজমদের নিয়ে বিশেষ কোনো ভাবনা আছে কি না, এমন প্রশ্নে সাকিব জানালেন, এই মুহূর্তে প্রতিপক্ষ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই বাংলাদেশ দল।

সাকিব বলেন, 'নিজেদের তুলে ধরতে হবে আমাদের। এই মুহূর্তে আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই।

আমাদের স্রেফ সেভাবে খেলতে হবে, যেভাবে আমরা জানি যে খেলতে পারি। নিজেদের অনুপ্রাণিত করতে হবে। এছাড়া আর কোনো পথ নেই।'#