Search

তামান্না জাবরিনের লেখা-'অবুঝ তুমি'

স্বপ্নহীন আমি, আশাহীন বেনামী যে চোখ তোমার জন্য কেঁদে ভাসতো,সে চোখ আজ শূন্য মরুভূমি। যে বুকটা তোমার প্রেমের গল্পে ছিল বিস্তৃত,সে বুকে ঘৃনার জাল বোনা। কখনো কেঁদে কষ্ট হালকা করা হবেনা, কখনো রাগ বা অভিমানে চোখ রাঙানো যাবেনা।


তামান্না জাবরিনের লেখা-'অবুঝ তুমি'

আমি হেসে যাবো, ভেবে নিও সব চলছে ঠিকঠাক।
তোমার খুব কাছেই থাকবো,
খুব কাছেই হবে বাস।
তুমি বুঝতেও পারবেনা অন্তরটাকে দিয়েছো কবর,আমায় করেছো নাশ।