তামান্না জাবরিনের কবিতা 'কষ্টের ক্রেতা'
কষ্ট কিনতে চাই শুনেছি কষ্ট পেলে নাকি কবিতা লেখা যায়, আমি কবিতার আশায় অনেক বেশি বেশি কষ্ট পেতে চাই। আচ্ছা পাহাড় সমান কষ্ট কোথায় পাওয়া যায়? সেই কষ্ট কিনতে গেলে কি মূল্য দিতে হয়? কিংবা সমুদ্রসম কষ্ট কোথায় পাব ভাই যে কষ্টের ভাগীদার আমি ছাড়া আর কেউ নাই।

কষ্টের কি কোন রং হয়?
আমি নিকষ কালো রংয়ের কষ্ট কিনতে চাই।।
আমার একটি বৃহৎ ধবধবে হৃদয় আছে
কালো কষ্ট দিয়ে সেই ধবল হৃদয় খাতায় কবিতা লিখবো তাই।
আচ্ছা কষ্টের মূল্য কি অনেক বেশি হবে?
আমার সারাজীবনের শান্তি সুখ আর হাসি -
এর বিনিময়েও কি মিলবেনা কষ্ট রাশি রাশি?
একমুঠো কালো রংয়ের কষ্টের দাম এর থেকে কি আরও বেশি?