Search

কেশবপুর নিধি স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন, পেল মোটরসাইকেল


কেশবপুর নিধি স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন, পেল মোটরসাইকেল

কামরুজ্জামান রাজু, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে আব্বাস-ফজর-দুষ্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার পাঁজিয়া কালিবাড়ি মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়। ফাইনালে কেশবপুর নিধি স্পোটিং ক্লাব টাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে মনিরামপুরের পোড়াডাঙ্গা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন দল কেশবপুর নিধি স্পোটিং ক্লাবকে একটি মোটরসাইকেল ও রানার্স আপ মনিরামপুরের পোড়াডাঙ্গা দলকে পুরস্কার হিসেবে একটি ফ্রিজ উপহার দেওয়া হয়।
উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন ও কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন আব্বাস-ফজর-দুষ্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জাকির হোসেন লাল্টু। মনিরামপুরের পোড়াডাঙ্গা ফুটবল একাদেশের খেলোয়াড় উগান্ডার মাইকেল ও নাইজেরিয়ার লিয়ন এবং কেশবপুর নিধি স্পোটিং ক্লাবের নাইজেরিয়ান খেলোয়াড় ইভান খেলতে নেমে দর্শকদের হতাশায় ফেলেন। তারা স্থানীয় খেলোয়াড়দের কাছে ধরাশায়ী হয়ে পড়েন। বিশেষ করে মনিরামপুরের পোড়াডাঙ্গার পক্ষে টাইব্রেকারে উগান্ডার মাইকেল গোল করতে না পারায় দল বিপর্যস্ত হয়। অতিথিবৃন্দ খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। খেলা উপভোগ করার জন্য মাঠের চারপাশে হাজারো দর্শকের সমাগম ঘটে।