Search

কেশবপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ


কেশবপুরে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে মহামায়া কালীমন্দিরে জেলা প্রশাসক কার্যালয় থেকে বরাদ্দকৃত টিআর থেকে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাব সংলগ্ন মহামায়া কালীমন্দির প্রাঙ্গণে ত্রাণসামগ্রী হিসেবে ২৫ জন অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহামায়া কালীমন্দির কমিটির সভাপতি প্রশান্ত কুমার সাহা, সাধারণ সম্পাদক পলাশ সিংহ, অর্থ সম্পাদক বুলু সাহা, সদস্য বিধান সাহা প্রমুখ। 
মহামায়া কালীমন্দির কমিটির সভাপতি প্রশান্ত কুমার সাহা বলেন, যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম মহোদয়ের মাধ্যমে কালীমন্দিরে বরাদ্দকৃত টিআর থেকে পানিবন্দি ২৫ জন অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল দেওয়া হয়। চাল পেয়ে অসহায় মানুষেরা খুশি প্রকাশ করেন।