Search

কেশবপুরে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করলো পুলিশ


কেশবপুরে নিখোঁজ কিশোরীকে উদ্ধার করলো পুলিশ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে পরিবারের সদস্যদের উপর অভিমান করে এক মাস যাবৎ নিখোঁজ থাকা সুরাইয়া খাতুন (১৩) নামে এক কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার করে তার পরিবারের নিকট হস্তান্তর করলো কেশবপুর থানা পুলিশ। রোববার (৬ অক্টোবর) কেশবপুর থানা পুলিশের পক্ষ থেকে ওই মেয়েটির মা নাজমা বেগমের নিকট তাকে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হেলাল  উজ্জামান। তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর হাসানপুর এলাকার মৃত ইদ্রিস বিশ্বাসের মেয়ে সুরাইয়া খাতুন পরিবারের সদস্যদের উপর অভিমান করে নিখোঁজ হয়। পরে তার মা নাজমা বেগম সাধারণ ডায়েরি করলে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঢাকা আব্দুল্লাহপুর এলাকা থেকে সুরাইয়াকে উদ্ধার করা হয়েছে। রোববার তার মায়ের নিকট তাকে হস্তান্তর করা হয়।