Search

কেশবপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা


কেশবপুরে এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে ওই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ নেওয়াজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম জিল্লুর রশীদ, অ্যাকাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম প্রমুখ। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরাও মতামত জানান।
সভায় আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে শৃঙ্খলার ভেতর দিয়ে গ্রহণ করার বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়। এবার কেশবপুর উপজেলায় সাতটি কেন্দ্রে তিন হাজার একশ’ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে।