Search

‘নৌকা যার, স্বতন্ত্র প্রার্থীও তার, আ.লীগের বাধা নেই’

বাংলাদেশ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করার জন্য আমাদের প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নৌকা একজনকে দেওয়া যাবে। একটি নৌকা এক আসনে সবাইকে দেওয়া যাবে না। নৌকা যার, স্বতন্ত্র প্রার্থীও তার, আওয়ামী লীগের কোনো বাধা থাকবে না বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দীন মহারাজ। শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে জলাবাড়ি ইউনিয়নের আদমকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে তিনি এই মন্তব্য করেন।


‘নৌকা যার, স্বতন্ত্র প্রার্থীও তার, আ.লীগের বাধা নেই’

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ বলেন, আমি পিরোজপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক, আমিও আওয়ামী লীগের লোক। জোটের কারণে আনোয়ার হোসেন মঞ্জুকে নৌকা দিতে হয়েছে, মূলত তার মার্কা সাইকেল। ৭ জানুয়ারির পরে ঈগল হয়ে যাবে নৌকা। আমাকে নির্বাচনে সমর্থন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দীন মহারাজ পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসন থেকে নৌকার মনোনয়নপ্রত্যাশী ছিলেন। নৌকা না পেয়ে তিনি এ আসন থেকে স্বতন্ত্র হিসেবে ঈগল প্রতীকে প্রার্থী হয়েছেন। এই আসনে নৌকা মার্কার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

জলাবাড়ি ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস জাহান, নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান সাইদ, আটঘর-কুড়িয়ানা ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার, সমুদয়কাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সবুর তালুকদার, নেছারাবাদ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. এ কে এম শহিদুল ইসলাম রিপন প্রমুখ।