স্বর্ণ চোরাচালান মামলায় সাতক্ষীরায় উপজেলা চেয়ারম্যান কারাগারে
স্বর্ণ চোরাচালান মামলায় সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আল ফেরদৌস আলফাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৩ জুন) খুলনা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তিনি।

পরে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওই মামলায় তিনি হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন।
জানা গেছে, গত ২০ এপ্রিল খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকায় মাসুম বিল্লাহ নামের এক যুবককে তল্লাশি করে ১২টি স্বর্ণের বারসহ আটক করে পুলিশ। এ ঘটনায় খুলনা লবণচরা থানার এসআই প্রদীপ বৈদ্য বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মাসুম বিল্লাহর স্বীকারোক্তি অনুযায়ী সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলফাকে ২নং আসামি, আলফার ভাই আলিম মেম্বারকে ৩নং এবং দেবহাটার শাখরা গ্রামের দাউদ আলীর ছেলে আসাদুজ্জামান মিলনকে ৪নং আসামি হিসেবে উল্লেখ করা হয়।
উল্লেখ আল ফেরদৌস আলফা বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে জিআর-৮৬৪, মাদক নিয়ন্ত্রণের জিআর-৮৯৭, জিআর-৬০৮/০৯ ছাড়াও বিভিন্ন মামলা রয়েছে। তার বিরুদ্ধে সীমান্তে চোরাচালান, মাদক, অস্ত্র ও মানবপাচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত চোরাকারবারি। আলফা সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য ও গত ২১ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হন।