সরকারি গাছ কেটে সাবাড় করলেন মেম্বার
ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় সরকারি খাল পাড়ের গাছ কর্তনের অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি মেম্বারের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়ায় প্রধান সড়কের পাশে সরকারি খাল। এর উত্তর-পশ্চিম পাশে খাল পাড়ে অবস্থিত দুটি বড় রেন্ট্রি গাছ অবৈধভাবে ক্ষমতার জোরে স্থানীয় সাবেক ইউপি মেম্বার মিটু মোল্যা লেবার দিয়ে কাটাচ্ছিলেন। গাছের বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা। এই গাছ দুটি কাটার জন্য খালের পাড় ধ্বসে যাবার সম্ভাবনা আছে।

সরকারি খাল পাড়ের গাছ কাটার বিষয়ে জিজ্ঞাসা করলে মিটু মোল্যা কালবেলাকে বলেন, আমি আমার রেকর্ডিয় সম্পত্তির গাছ কাটাচ্ছি। এখানে কারও কিছু বলার নেই। অনুমতি নেওয়ারও কিছু নেই। কিছু শুনতে হলে আমার ভাই সৈয়দ বাশার তার থেকে শুনে নিবেন। খালও আমার রেকর্ডিয় সম্পত্তির মধ্যে দিয়ে কাটা হয়েছে।
বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু কালবেলাকে বলেন, বিষয়টা আমি জানি না। তবে সরকারি জায়গায় এই খাল। ওয়াপদার জায়গা থেকে কারও এভাবে গাছ কাটার সুযোগ নেই।
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল কালবেলাকে ফোনে জানান, গাছ কাটার খবর আমি পেয়েছি। সহকারী ভূমি কমিশনারকে আমি বিষয়টি অবগত করেছি, জায়গাটা সরকারি না মালিকানা সেটা মেপে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।