সম্পত্তি ভাগাভাগি নিয়ে বাবাকে পিটিয়ে মারল ছেলে
এই দৃশ্য দেখে যে কারও গা শিউরে উঠবে। বেঞ্চে বসে থাকা বয়স্ক বাবার ওপর নির্দয়, পাশান ছেলে ঝাঁপিয়ে পড়ে; চোর পেটানোর মতো বাবাকে ইচ্ছেমতো কিলঘুষি মারতে থাকে। যে সন্তানকে কোলেপিঠে করে বড় করা সেই সন্তানের এমন হিংস্রতায় নির্বাক বাবা। একটু বাধাও দেননি তিনি। টানা এক মিনিট ধরে কিলঘুষি দিয়েও গায়ের জ্বালা মেটেনি সন্তানের। তাইতে দৌড়ে গিয়ে আবারও বাবার বুকে লাথি মেরে বসেন।
