Search

কেশবপুরে বন্যার্তদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ সামগ্রী বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে ওই ত্রাণ সামগ্রী দেওয়া হয়। উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্ত ২২৭ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল ও তেল দেওয়া হয়েছে।


কেশবপুরে বন্যার্তদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশের ত্রাণ সামগ্রী বিতরণ

উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের যশোর জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম গাজী। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সদস্য আবু মুছা সালিম, মুফতি হাবিবুল্লাহ ও যুব আন্দোলনের সভাপতি মুরাদ খান। অতিথিরা বন্যার্ত অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রী পেয়ে বন্যার্তরা খুশি প্রকাশ করেন।