Search

শিফা হাসপাতাল অবরুদ্ধ থাকায় ১৭৯ শহীদের লাশ সেখানেই দাফন করা হয়েছে: হামাস

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইলি বাহিনী শিফা হাসপাতাল অবরোধ করার পর এ পর্যন্ত ১৭৯ জন শহীদের লাশ সেখানেই দাফন করা হয়েছে।


শিফা হাসপাতাল অবরুদ্ধ থাকায় ১৭৯ শহীদের লাশ সেখানেই দাফন করা হয়েছে: হামাস

গাজা উপত্যকায় বিমান, স্থল এবং নৌ পথে হামলা শুরুর পর থেকেই, ইসরাইলি সেনাবাহিনী হাসপাতাল এবং বিভিন্ন চিকিৎসা কেন্দ্রকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এমনকি ইসরাইলি সেনারা হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সে হামলা করছে, আহতদের পরিবহনের সময় হামলা করছে এবং উদ্ধারকারীদের ওপরও হামলা করছে।

বার্তাসংস্থা শাহাব জানিয়েছে, হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত আল-রাশক বলেছেন, ইসরাইলি সেনারা টানা পাঁচ দিন ধরে শাফা হাসপাতাল ঘিরে রাখায় এবং তাদের হামলার কারণে এখানে আশ্রয় নেয়া ২০০টির  বেশি পরিবার এই এলাকা ছেড়ে যেতে পারছে না। তিনি আরো বলেছেন, যারা গাজা উপত্যকায় নিরপরাধ বেসামরিক নাগরিক হত্যা, হাসপাতালের হামলার মতো ন্যক্কারজনক ঘটনা বন্ধে  পদক্ষেপ নেয়নি তাদের সবার জন্য এ ঘটনা বহুকাল পর্যন্ত কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে।

হামাসের এই কর্মকর্তা ইসরাইল ও তার সমর্থকদের  উদ্দেশে বলেছেন, ফিলিস্তিনিদের ইতিহাসে সব ধরনের অস্ত্র ব্যবহার করে এভাবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা, অবরোধ, অনাহার ও ত্রাণের রাজত্ব কায়েমের এই অপরাধ ইতিহাস হয়ে থাকবে।

গতকাল (সোমবার) হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলি সেনাদের অবরোধ এবং মৃতদেহ দাফনের সম্ভাবনা না থাকায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে হাসপাতাল ভবনের সামনে ও ভেতরে অনেক শহীদের মরদেহ দাফন করা হয়েছে।#