Search

শতবর্ষী বৃদ্ধার ভাতার টাকা যায় সাবেক ইউপি সদস্যের মোবাইলে

শতবর্ষী নয়তন নেছা। সরকার থেকে বয়স্ক ভাতা দেওয়া হয় বিধবা এই নারীকে। তবে তার এই ভাতার টাকা চলে যাচ্ছে স্থানীয় সুরাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তাইজুল ইসলাম ভেলুর মোবাইলে।


শতবর্ষী বৃদ্ধার ভাতার টাকা যায় সাবেক ইউপি সদস্যের মোবাইলে

জানা গেছে, ওই বৃদ্ধা বয়স্ক ভাতার টাকা না পাওয়ায় তার নাতি ইকবাল হোসেন ইউনিয়ন পরিষদে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার দাদির জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ০১৭১২৪৯০৮৯৬ নম্বরে নগদ অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে।

পরে বৃদ্ধার নাতি ওই নম্বারে যোগাযোগ করে জানতে পারেন অ্যাকাউন্টটি সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম ভেলুর।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য তাইজুল ইসলাম ভেলু বলেন, ইউপি সদস্যের দায়িত্বে থাকাকালীন আমি আমার মোবাইল নম্বর ওই বৃদ্ধার জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যুক্ত করে দিয়েছিলাম। তার কয়েক বছরের টাকা আমি নিয়েছি।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সভাপতি ও মানবাধিকার কর্মী সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু জানান, এ ধরনের কাজে যারা জড়িত থাকে তাদের শাস্তির বিষয়টি নিশ্চিত করতে হবে।

ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী জানান, কার্ডধারী যেন তার বয়স্ক ভাতার টাকা ফিরে পেতে পারেন সে ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করব। অভিযুক্ত ব্যক্তির বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।