Search

রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

বরগুনার তালতলী উপজেলার ৭ নং সোনাকাটা ইউনিয়নের বড় আমাখোলা গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচল করতে নাজেহাল হতে হয় সবাইকে।


রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানানো হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের যেন নজর নেই সেদিকে। তাই রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সোনাকাটা ইউনিয়নের জনসাধারণ এ অভিনব প্রতিবাদ জানান।

এ বিষয়ে ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বৃষ্টির দিনে এ রাস্তার জন্য প্রতিদিন স্কুলে আসতে কষ্ট হয়। জামা কাপড় নষ্ট হয়ে যায় কাদা লেগে। রাস্তাটি পাকা হলে জন্য অনেক সুবিধা হতো বলেও জানান তারা।

স্থানীয় বাসিন্দারা বলেন, স্বাধীনতা অর্জনের পর ৫২ বছর অতিক্রম করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ নেননি।

ডক্টর এ কে এম মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজান বলেন, বৃষ্টির দিনে ছাত্রছাত্রীদের আসতে অনেক কষ্ট হয়। রাস্তাটি পাকা হলে ছাত্রছাত্রীদের ভালো হবে স্কুলে আসতে। স্থানীয় জন প্রতিনিধিদের বারবার বলা সত্ত্বেও তারা কলাগাছি গ্রামের রাস্তাটি যেন চোখে দেখেন না। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষকে। বছরের প্রায় পাঁচ-ছয় মাস ভোগান্তির শিকার হতে হয়। তাই ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে।

এ বিষয়ে ৭নং সোনাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউনুচ ফরাজী বলেন, রাস্তাটির অবস্থা আসলেই ভালো না। রাস্তাটি দ্রুত পাকা করা দরকার। তবে, ধানের চারা রোপণের বিষয়টি তার জানা নেই বলে জানিয়েছেন।